শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

‘বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়ার অধিকারের চেষ্টা করেছেন খসরু’

‘বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়ার অধিকারের চেষ্টা করেছেন খসরু’
‘বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়ার অধিকারের চেষ্টা করেছেন খসরু’

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না। কিন্তু সেই বিচার চাওয়ার অধিকারের চেষ্টা করেছেন আবদুল মতিন খসরু।’

বুধবার (২ জুন) জাতীয় সংসদে আবদুল মতিন খসরু এবং মো. আসলামুল হক এমপির মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাবটি গৃহীত হয়।

তিনি বলেন, ‘আবদুল মতিন খসরু অক্লান্ত পরিশ্রম করেছেন যারা— কামরুল ইসলামসহ তাদের সবাইকে ধন্যবাদ জানাই। মতিন খসরুর জন্য দোয়া করি। বঙ্গবন্ধুর বিচারের মামলা করাটা খুব সহজ ছিল না। অনেক বাধা ছিল। কিন্তু তারপরেও সে (খসরু) দিন রাত পরিশ্রম করেছিল সে কথা সব সময় স্মরণ করি।’

তিনি আরও বলেন, ‘‘প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে, সেটা সত্যিই অমানবিক। সেখানে শিশুদের কান্না, মাতৃ-পিতৃহীন হয়ে ঘুরে বেড়ানো— এটা সহ্য করা যায় না। ইসরাইল এর আগেও একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানিয়েছি। যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা অনেক সময় মানবতার এত কথা বলে কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে। কেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না সেটাই আমার প্রশ্ন। তবে আমরা প্যালেস্টাইনি ভাইদের সঙ্গে সবসময় আছি। আমরা সব সময় সহযোগিতা করছি, অতীতেও করেছি এখনও আমরা করে যাচ্ছি। আগামীতেও অবশ্যই করে যাব। আর ইজরায়েলের এই ঘৃণ্য যে আক্রমণের তীব্র নিন্দা জানাই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামীকাল বাজেট ঘোষণা। অথচ শুরু করতে হলো আমাদের শোকের মধ্য দিয়ে। আমি আবদুল মতিন খসরু, আসলামুল হকসহ যারা মৃত্যুবরণ করেছেন— সবার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামীন তাদের সবাইকে বেহেস্ত নসিব করুক। তাদের পরিবারের প্রতি শোক জানাচ্ছি।’


error: নিউজ কপি করা নিষেধ !!