শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

হিন্দি টিভি ধারাবাহিকের পরিচিত মুখ পার্ল পুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ‘নাগিন থ্রি’খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

‘নাগিন থ্রি’, ‘নাগার্জুন এক যোদ্ধা’, ‘বেপানহা প্যায়ার’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন পার্ল পুরি। শুক্রবার (৪ জুন) রাতে এই অভিনেতার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে ওয়ালিভ থানার পুলিশ।

এ বিষয়ে ওয়ালিভ থানার ডিসিপি সঞ্জয় পাতিল বলেন, ‘ঘটনাটি পুরনো। কিন্তু ১৭ বছরের ওই কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে থানায় লিখিত অভিযোগ জানালে ভারতীয় সংবিধানের ৩৭৬ নাম্বর ধারা এবং পসকো আইন অনুযায়ী ওই অভিনেতাকে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’

কিশোরীর অভিযোগ, বলিউডে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন পার্ল। শনিবার এই অভিনেতাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

২০১৩ সালে অভিনয় জগতে পা রাখেন পার্ল। অভিনেত্রী কারিশমা তান্নার সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা গেছে।


error: নিউজ কপি করা নিষেধ !!