
ফাইজার–বায়োএনটেকের করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য আগামী মাস থেকে ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন। এটিই শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম টিকা।
শুক্রবার এ অনুমোদন দেয় ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি। এর আগে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এ টিকার অনুমোদন দেয়।
ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এর প্রধান জুন রায়ান বলেন, চলতি সপ্তাহেই আমরা ১২-১৫ বছর বয়স্কদের দেহে পরীক্ষা (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) করে দেখেছি। তাদের দেহে ফাইজারের টিকা পুরোপুরি নিরাপদ।
তিনি আরো বলেন, এ টিকা সুরক্ষা, গুণগত মান ও কার্যকারিতার প্রত্যাশা পূরণ করেছে। বাচ্চাদের এ টিকার দুটি ডোজ দিলে করোনা রোধ করা যাবে।
এদিকে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শিশুদের ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এ মাস থেকেই শিশুদের টিকা দেয়া হবে।