শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভারতে করোনায় আরো ২৬৭৭ মৃত্যু

ভারতে করোনায় আরো ২৬৭৭ মৃত্যু
ভারতে করোনায় আরো ২৬৭৭ মৃত্যু

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৭৭ জন। অর্থাৎ শনিবারের তুলনায় রোববার মৃতের সংখ্যা কমেছে সাতশ এর বেশি। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনে দাঁড়িয়েছে।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় এক মাসে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৪ লাখের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৭৮ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৭৯৯ জন।

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের টানা প্রায় দুই মাসের তাণ্ডবের পর ভারতে ধারবাহিকভাবে প্রতিদিনই কমছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। সূত্র: এএনআই


error: নিউজ কপি করা নিষেধ !!