
পাকিস্তানের সিন্ধ প্রদেশে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ৫০ জন।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সোমবার সকালে প্রদেশটির ঘোটকি জেলার ধারকি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এ সময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়।
এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।
গোতকির পুলিশ কর্মকর্তা উমর তুফাইল বলেন, মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তুপে এখনো ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী আটকে আছেন। তাদের উদ্ধার তৎপরতা চলছে।