
নকল স্বনের কয়েন বিক্রি করতে এসে ২ জন পুলিশের হাতে গ্রেফতার। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নড়িয়া বাজার ব্রিজের নিজ থেকে লিটন শিকদার ও নজরুল তালুকদার নামের দুই ব্যক্তিকে নকল স্বর্ণের কয়েন বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করে নড়িয়া থানা পুলিশ।
নড়িয়া থানা সূত্র থেকে জানা যায় এদের দুজনের বাড়ি গোপালগঞ্জ এরা সংবদ্ধ প্রতারক চক্র। এরা প্রথমে একটি আসল স্বর্ণের কয়েন দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে, বলে আমার কাছে এরকম আরো স্বর্ণের কয়েন আছে এগুলো আমি কম দামে বিক্রি করে দেবো যখন কেউ এই কয়েন গুলো কিনতে চায় তখন তারা তামার কয়েন দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই চক্রের অন্য সদস্যদের কাছ থেকে নড়িয়ায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি কয়েন কিনে প্রতারণার শিকার হয়।আজ রবি বার গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ জানতে পারে নড়িয়া বাজার ব্রিজের নিচে স্বর্ণের কয়েন হাত বদল হবে আগে থেকেই উৎপেতে থাকা পুলিশের একটি দল প্রতারক চক্রের ২ সদস্য কে একটি আসল স্বর্ণের কয়েন ও ৩০০ টি নকল কয়েন সহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে নড়িয়া থানা ডিউটি অফিসার এসআই সোহেল রানা বলেন এদের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি মামলা হয়েছে তদন্ত করে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এবং এদের কাছ থেকে যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন নড়িয়া থানায় এসে যোগাযোগ করবেন।