শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভুলে-ভরা জন্ম নিবন্ধন সংশোধনে ভোগান্তি

ভুলে-ভরা জন্ম নিবন্ধন সংশোধনে ভোগান্তি

জন্ম নিবন্ধন ভুল সংশোধনে ভোগান্তি সীমাহীন মানুষ নিবন্ধন সংশোধন করতে যাচ্ছে ইউনিয়ন পরিষদে কিন্তু শেখানো হচ্ছে না সংশোধন । ইউনিয়ন পরিষদ থেকে বলছে সংশোধন আমাদের পক্ষে সম্ভব নয় যেতে হবে উপজেলায় লাগবে বাবা মায়ের জন্ম সনদ। বাবা মায়ের জন্ম সনদ না থাকলে নতুন করে করতে গেলে লাগবে তাদেরও বাবা-মায়ের জন্ম সনদ কোথায় পাবে? বাবা-মা তো অনেক আগেই মরে গেছে। ইউনিয়ন পরিষদে জন্ম সনদ সংশোধন করতে আসা ব্যক্তিরা জানান স্কুলে বাচ্চাদের অনলাইন জন্ম সনদ চাচ্ছে এখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নিতে আসলে ইউনিয়ন পরিষদ বলছে যে আপনাদের জন্ম সনদ লাগবে না হলে উপজেলায় আবেদন করে জন্ম সনদ নিতে হবে। এখন আমাদের জন্মসনদ করতে গেলে লাগবে আমাদের বাবা মায়ের জন্ম সনদ আমরা এখন কোথায় পাবো। দেখা যাচ্ছে অনেক অনলাইন জন্ম সনদে নামে অথবা বানানে অনেক ভুল আছে তাও সংশোধন করা যাচ্ছেনা ইউনিয়ন পরিষদ থেকে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ কর্মীরা জানান আগে আমরা বানান অথবা নামের ভুল সংশোধন করে দিতে পারতাম কিন্তু বর্তমানে আমরা একটি আকারও কাটতে পারিনা। লোকজন পরিষদে এসে আমাদের সাথে রাগারাগি করে। সাধারণ জনগণের দাবি আগের মত যেন তারা সংশোধন করতে পারে ইউনিয়ন পরিষদ থেকে তাদের যেনো উপজেলা বা অন্য কোথাও যেতে না হয়।


error: নিউজ কপি করা নিষেধ !!