শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নড়িয়ায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নড়িয়ায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ‘তিনটি করে গাছ লাগান, পরিবেশ বাচান’ এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা যুবলীগ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভা মেয়র আবুল কালাম আজাদ।

রোববার উপজেলার শহিদ মিনার চত্তরে গাছ লাগানো কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় প্রধান অতিথি হিসেবে বলেন: মেয়র আবুল কালাম আজাদ করোনাকালে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে যুবলীগ। সেই ধারাবাহিকতায় আজকে নড়িয়া যুবলীগ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।

নেত্রীর নির্দেশনা মোতাবেক যুবলীগ সারাদেশে ৫০ লাখ গাছ লাগাবে। আষাঢ় মাসের শুরু থেকেই আমরা এ কর্মসূচি পালন করে আসছি বলেও জানান মেয়র।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদার, সাহাদাত হোসেন সানি, কাসেম মাদবর,ইউনোছ শেখ, আনোয়ার মির মালদ সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

 


error: নিউজ কপি করা নিষেধ !!