
শরীয়তপুর নড়িয়া উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠিন লকডাউনে প্রথম দিন স্বাস্থ্য বিধি না মানায় এক পথচারী,পাচ দোকান দার কে ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারি কমিশন (ভুমি)মোরশেদুল ইসলাম স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পথচারিদের অনুরোধ জানান। এবং যাদের বিশেষ প্রয়োজন তারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে বাড়ি থেকে বের হবেন।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোরশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত,মাদবর বাজার ভোজেশ্বর বাজারে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় জরুরী প্রয়োজন ছাড়া সড়কে বের হওয়ায় এক পথচারী কে ১ শত টাকা এক ফার্মেসি মার্কস ব্যবহার না করে ওষুধ বিক্রি করার দায়ে ৩০০ শত টাকাসহ ৬ জন কে ২,৪০০ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোরশেদুল ইসলাম সকলকে মাস্ক ব্যবহার করে সরকারের নিদের্শনা পালনের আহবান জানান। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন নড়িয়া থানার এস আই সোহেল রানা ও উপজেলা ভুমি অফিসের সহকারী তোফাজ্জল প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোরশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস বৃদ্ধির কারণে সরকার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে মাস্ক ছাড়া বের হলেই এখন শুধু জরিমানা করা হচ্ছে , প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নিদের্শনা পালনের জন্য সকলকে আহবান জানান। যতদিন লকডাউন থাকবে ততদিন প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান চলমান থাকবে।