বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শরীয়তপুরে লকডাউনে বিয়ের আয়জন,১০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরে লকডাউনে বিয়ের আয়জন,১০ হাজার টাকা জরিমানা

চলমান কঠোর লকডাউন অমান্য করে শরীয়তপুর নড়িয়া উপজেলায় বিয়ের অনুষ্ঠান করায় বর রাজন পাল ও বরের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ১১টার দিকে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

নড়িয়া থানার একদল পুলিশ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

খবর পেয়ে উপজেলার ঘড়িষার উইনিয়নে দর্জি পারা গ্রামে বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই অনুষ্ঠান থেকে পালিয়ে যান।

ইউএনও শেখ রাশেদ উজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় বর ও বরের পরিবারকে সংক্রমন রোগ আইন ২০১৮ দন্ডবিধিতে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের কারা দন্ড দেয়া হয়। এবং বরের বাড়ি থেকে সমস্ত লোকজনকে চলেযেতে বলা হয়।

 


error: নিউজ কপি করা নিষেধ !!