বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শরীয়তপুরে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস

শরীয়তপুরে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস

শরীয়তপু‌রে দ্রুত বাড়‌ছে ক‌রোনা ভাইরা‌সের সংক্রমণ। গত ক‌য়েক‌দি‌নের নমুনা সংগ্রহ করা রি‌পো‌র্টে ‌বে‌শির ভাগের শরী‌রে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) শরীয়তপুর সি‌ভিল সা‌র্জন কার্যাল‌য়ের এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৬ জ‌নের নমুনা পরীক্ষার রি‌পো‌র্টে ৫২ জ‌নের শরী‌রে ক‌রোনাভাইরা‌সের উপ‌স্থি‌তি পাওয়া গে‌ছে। এরম‌ধ্যে সদর উপ‌জেলায় ১৪, জা‌জিরা ৭, ন‌ড়িয়া ৫, ভেদরগঞ্জ ১১, ডামুড্যা ৬, গোসাইরহাট ৯ জন।

এ‌নি‌য়ে জেলার মোট ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৯জন।
এছাড়া ক‌রোনা ভাইরা‌সের লক্ষণ শুরুর পর থে‌কে এখন পর্যন্ত জেলায় ২৯ জ‌নের মৃত্যু হয়ে‌ছে।


error: নিউজ কপি করা নিষেধ !!