
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা চামটা ইউনিয়নে তেলি পাড়া গ্রামের দিপু মোল্লা (২৩) নামের এক মাদক ব্যবসায়ী কে ১০০ গ্রাম গাজা সহ আটক করা হয়।
শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজির উল্লাহ নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন সহ একটি দল। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলা চামটা ইউনিয়ন তেলিপাড়া গ্রামে জোড়া ব্রিজ সংলগ্নে এই অভিযান চালিয়ে দিপু মোল্লা (২৩) পিতা মঙ্গল মোল্লা নামের একজনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিপু মোল্লাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোরশেদুল ইসলাম।