
শরীয়তপুরের নড়িয়ায় সিঁদ কেটে এক রাতে তিন বসত ঘরে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ধামারন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ওই গ্রামে হানা দেয় সংঘবদ্ধ চোর চক্র।
সাবেক মেম্বার লোকমান হোসেন মাল,ও শাজাহান পেদার বসতঘরে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে চোর চক্র। এবং ইউনুছ মাদবরের ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে নগদ টাকা পয়শা ও ব্যবহার্য গৃস্থালি জিনিসপত্র নিয়ে চলে যায় ওই চোর চক্র।
শুক্রবার সকালে ঘুম থেকে উঠে টের পায় ওই সমস্ত ঘরের লোকজন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই গ্রামের মেম্বার আঃ বারেক খাকী। এ ঘটনায় নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হবে বলে জানান লোকমান হোসেন মাল।