
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক কোভিড পীড়িত এলাকায় অসহায় হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে নড়িয়া উপজেলা ভোজেশ্বর বাজার শাখা জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে
খাদ্য সহায়তা /খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা মহামারীতে যখন লাখো মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে,তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার জনতা ব্যাংক, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদে ২৩ { আগস্ট ) সমবার সকাল ১১ টায় কর্মহীন ও অসহায় ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। যার মধ্যে ছিলো মিনিকেট চাল-১০ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পেয়াজ ১ কেজি,আলু ৪কেজি, ১টি সাবান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জনতা ব্যাংক লিমিটেডের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আলী আহমদ খান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ রমজান বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ নূরুল হক বেপারী, ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিকদার।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন নড়িয়া উপজেলা ভোজেশ্বর বাজার শাখার জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।