
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বিঝারী ইউনিয়নের ধামিরন গ্রামে। ধামারন ত্রিপোল্লি ডাঃ কে, এ, জলিল উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। শনিবার (৯ অক্টোবর) সকাল ৯ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ও শরীয়তপুর জেলা পরিষদের সদস্য, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আলি আহম্মদ হাজি।
এ সময় হাজি আলি আহাম্মদ কাজি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। এই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আমরা সবাই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন বিঝারী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল বারেক খাকী, ডাঃ কে, এ, জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, আরো উপস্থিত ছিলেন বিঝারী ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।