
জাতীয় বীর, বীর মুক্তিযুদ্ধা, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, কর্নেল শওকত আলী প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৬ নভেম্বর}। গত বছরের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালনে নড়িয়া উপজেলা আওয়ামী লীগ, কর্নেল শওকত আলীর প্রতিষ্ঠিত নড়িয়া উন্নয়ন সমিতি নুসা, উদ্যোগে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ সকালে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও নড়িয়া উপজেলার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে কর্নেল শওকত আলীর কবর জিয়ারত করেন। বেলা ১১টায় নড়িয়া উপজেলা স্বাধীনতা মঞ্চ কর্নেল শওকত আলীর নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও ডক্টর খালেদ শওকত আলী অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন আমাদের প্রিয় নেতা কর্নেল শওকত আলীর মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছি তার প্রধান স্বপ্ন ছিল নড়িয়া বাসীকে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করা আজ তার স্বপ্ন পূরণ হয়েছে তিনি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
কর্নেল শওকত আলীর ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী বলেন আমার বাবা আজীবন নড়িয়া বাসীদের জন্য কাজ করেছেন তিনি ছয় বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পাকিস্তানি সেনা বাহিনীতে থাকা অবস্থায় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হন, এরপর বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন দেশ স্বাধীন হওয়ার পরে পুনরায় সেনাবাহিনীতে জয়েন করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছয়েদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ হাসান জন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।