বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শরীয়তপুর নড়িয়ায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়

শরীয়তপুর নড়িয়ায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়

শরীয়তপুর নড়িয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নতুন সদস্য সংগ্রহ,নবায়ন কার্যক্রম এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুন ) বিকাল ৫ টায়
পন্ডিতসার হাই স্কুল মাঠে আওয়ামীলীগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, শরীয়তপুর -২আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রি একে, এম, এনামুল হক শামীম।

এসম উপমন্ত্রি বলেন আগামী  জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে পুনরায় জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টানা পন্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য তৃণমূল আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পাশাপাশি নেতা কর্মিদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত করার দিক নির্দেশনা প্রদান করেন । তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে ও দেশের বাহিরে এজন‍্য তৃণমূল আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বি এন পি জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতিতে চেম্পিয়ান হয়। আর আওয়ামীলীগ
ক্ষমতায় থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হয়।

ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা শাজাহান শিকদার,এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব বেপারী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মেয়র নড়িয়া পৌরসভা এডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামীলী এর সভাপতি বীর মুক্তি যোদ্ধা ফজলুল হক মাল,নড়িয়া উপজেলা আওয়ামীলী এর সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন,নড়িয়া উপজেলা আওয়ামীলী এর সহ-সভাপতি ও ঘড়িসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব খান,নড়িয়া উপজেলা আওয়ামীলী এর সহ-সভাপতি মোশারফ হোসেন রাড়ি, নড়িয়া উপজেলা আওয়ামীলী এর সাধারণ সম্পাদক শাহ্ আলম চৌকিদার,নড়িয়া উপজেলা আওয়ামীলী এর সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, ডিঙ্গামানিক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজ সরদার,  ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।


error: নিউজ কপি করা নিষেধ !!