মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাতের আঁধারে ঘড়িসার বাজারে ভয়াবহ আগুন

রাতের আঁধারে ঘড়িসার বাজারে ভয়াবহ আগুন

শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজারে মধ্যে রাতে ভয়াবহ আগুন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার কাঠ পট্টিতে রাত ১২টা  সময়  আগুন লাগার ঘটনা ঘটে।

ঘটনাস্থলের পাসের দোকানে কাজ করা একটি ছেলে এ আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে তার ডাক চিৎকার সুনে লোকজন বেরিয়ে আসে। আগুনের তিব্রতা বারতে থাকলে এক পর্যায়ে বাজার মসজিদ এর মোয়াজ্জেন মাইক এ ঘোসনা করেন ।পরে এলাকা বাসি  ছুটে আসেএবং আগুন নিভানোর চেস্টা করে। এই বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক এর কর্মকর্তা ওয়াহেদুজ্জামান দুটি গ্যাস সিলিন্ডার এবিসি পাউডার ও সিওটু অগ্নি নির্বাপক নিয়ে ছুটে আসে এবং আগুনে প্রয়োগ করে অনেকটা নিয়ন্ত্রণে আসে এর সাথে স্থানীয় লোকজনের প্রচেস্টায় দোকান থেকে ফার্নিচার গুলো সরাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাকি আগুন নিয়ন্ত্রণ করে।

এ বিষয় ফায়ার সার্ভিস এর কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন বাজার পর্যন্ত আসতে চাকধ বাজারে রাস্তায় ভেকু, ও বাজারের একটু আগে পাগলার মোর এলাকায় একটি তেলের গাড়ি আটকে থাকায় আমাদের আসতে একটু দেরি হয়েছে। তানাহলে আমরা আরো আগেই আসতে পারতাম। তবে এখন আমরা সম্পুর্ন আগুন নিভাতে সক্ষম হই। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি।


error: নিউজ কপি করা নিষেধ !!